মৌলভীবাজারে ছাত্রলীগ ও যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

মৌলভীবাজারে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে পৃথক অভিযানে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

মৌলভীবাজারে ছাত্রলীগ ও যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

 

আজ শুক্রবার দুপুরে আদালতে তোলার পর বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ছাত্রলীগ কর্মী ফয়সল আহমদ। তিনি তালিমপুর গ্রামের বাসিন্দা। অপরজন হলেন যুবলীগ কর্মী সুরমান আলী ওরফে সায়মন। তিনি মুছেলগুল গ্রামের বাসিন্দা।

 

 

২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি ‘গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল’ চলাকালে বড়লেখায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা হয়। হামলায় পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদার গুরুতর আহত হন।

ঘটনার ৯ বছর পর চলতি বছরের ২৩ আগস্ট নুরুল ইসলাম তাফাদার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাবেক পরিবেশমন্ত্রী ও স্থানীয় এমপি মো. শাহাব উদ্দিনকে প্রধান আসামি এবং ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এর মধ্যে সুরমান আলীকে মামলায় ২৫ নম্বর এবং ফয়সল আহমদকে ৩৮ নম্বর আসামি করা হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও দেখুনঃ

Leave a Comment