মৌলভীবাজার জেলার জনপ্রতিনিধি

আমাদের আজকের আলোচনার বিষয় মৌলভীবাজার জেলার জনপ্রতিনিধি।

মৌলভীবাজার জেলার জনপ্রতিনিধি:-

 

মৌলভীবাজার জেলার জনপ্রতিনিধি

 

# শিরোনাম পদবি ই-মেইল মোবাইল ওয়ার্ড নং
উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ সংসদ সদস্য mp4@gmail.com ########
মোঃ শাহাব উদ্দিন সংসদ সদস্য mp1@gmail.com ########
নেছার আহমদ সংসদ সদস্য ########
সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সংসদ সদস্য ########
আলহাজ্ব মিছবাহুর রহমান জেলা পরিষদের চেয়ারম্যান zpmlv@yahoo.com ০১৭১৮-১১৪৭৯২
মো: ফজলুর রহমান পৌরসভার মেয়র municipalitymb@yahoo.com ########

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শাহ মোস্তফা-এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি।

কীর্তিমান ব্যক্তিত্ব : হয়রত শাহ মোস্তফা (র:), মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ, মুক্তিযুদ্ধের বীর সেনানী হামিদুর রহমান,কবি মুজাফফর খান, সৈয়দ মুজতবা আলী, প্রাক্তন প্রাদেশিক ও জাতীয় পরিষদ সদস্য, খ্যাতিমান রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলী,পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্যমোহাম্মদ মুহিবুর রহমান, জাতীয় পরিষদ সিলেটের প্রথম মহিলা সদস্য বেগম সিরাজুন্নেসা চৌধুরী, সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, গবেষক ড. রঙ্গলাল সেন প্রমুখ।

মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধে মৌলভীবাজার ছিল ৪ নং সেক্টরের অধীন। সেক্টর কমান্ডার ছিলেন সি.আর.দত্ত। মৌলভীবাজার সদরের ঘরোয়া গ্রামের হত্যাকাণ্ড, নড়িয়া গ্রামের গণহত্যা, রাজনগর পাঁচগাঁও এর গণহত্যা, বড়লেখা ও কুলাউড়ার বধ্যভূমিতে নারকীয় হত্যাযজ্ঞ আজও মানুষকে কাঁদায়। ৮ ডিসেম্বর মৌলভীবাজার শত্রুমুক্ত হয়।

 

মৌলভীবাজার জেলার জনপ্রতিনিধি

 

আরও পড়ূনঃ

Leave a Comment