কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত

কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত,মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন। এ সময় বিজিবি চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্তে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে রোববার রাতে কুলাউড়া থানায় একটি মামলা হয়েছে।

 

কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত

 

কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত

বিজিবির আহত দুই সদস্য হলেন হাসিবুল ইসলাম ও সাখাওয়াত হোসেন। তাঁরা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের আলীনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার খলিলুর রহমান রাত ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে

বলেন, স্থানীয় একটি চোরাকারবারি দল ভারত থেকে নাসির বিড়ি পাচার করে আনে। বিজিবির টহল দল খবর পেয়ে অভিযানে গেলে চোরাকারবারিরা বাধা দেয়। তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় কিছু বিড়ি ছিনিয়ে নিয়েও যায়। এমন অবস্থায় আত্মরক্ষার্থে বিজিবি দুটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চোরাকারবারিরা পালিয়ে যায়।এ ঘটনায় করা মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ। তিনি বলেন, বিজিবির আলীনগর ক্যাম্পের কমান্ডার সুবেদার খলিলুর রহমান বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও

২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের বাড়ি উল্লেখ করা হয়েছে পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

 

কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত

 

আরও পড়ুন :

১ thought on “কুলাউড়ায় চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত”

Leave a Comment