নাচের আসর ‘থাবল চোংবা’ খবর দিয়ে শুরু করছি জেলা ভিত্তিক নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

নাচের আসর ‘থাবল চোংবা’ | সারা সপ্তাহের খবর
নাচের আসর ‘থাবল চোংবা’
বিভিন্ন গ্রাম থেকে দল বেঁধে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ এসেছেন খোলা মাঠে। সেখানে রঙিন কাগজ ও সুতোয় সাজানো তাঁবুর নিচে নাচের- আসর। মণিপুরিদের অন্য রকম এই নাচের -আসরের নাম ‘থাবল চোংবা’।
একসাথে ১৪টি শকুনের মৃত্যু
মৌলভীবাজারে ১৪টি শকুনকে বিষ প্রয়োগে মারা হয়েছে। একই পরিবারের তিনজন সদস্য একটি মৃত ছাগলের গায়ে বিষ মিশিয়ে ফেলে রাখেন। আর ওই ছাগলের মাংস খেয়ে তিনটি কুকুর ও একটি শিয়াল মারা যায়। ওই চারটি প্রাণীর মৃতদেহ খেয়ে শকুনগুলোর মৃত্যু হয়েছে। বন বিভাগ এবং প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন সূত্রে তা নিশ্চিত হওয়া গেছে।
কমলগঞ্জে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, আহত ২
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর রেলস্টেশন এলাকায় চট্টগ্রামমুখী তেলের ট্যাংকারবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুজন আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে রেলস্টেশনটির ডাউন-আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারে সংরক্ষিত বাঁশমহালে আগুনের ঘটনায় বিট কর্মকর্তাকে প্রত্যাহার
মৌলভীবাজারে বন বিভাগের বড়লেখা রেঞ্জের আওতাধীন ধলছড়া সংরক্ষিত বাঁশমহালের একাংশে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় সমনভাগ বিটের দায়িত্বে থাকা কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকার এ ঘটনা তদন্তে বন বিভাগ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। গতকাল শনিবার রাতে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অটোরিকশাচালকের হামলায় শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। এ ঘটনায় কামারচাক ইউনিয়নের কড়াইয়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী তুহিন আহমদ (১৫) আহত হয়।
পানির জন্য হাহাকার, ফেটে চৌচির বোরো ক্ষেত
মৌলভীবাজারে পাঁচ মাস ধরে বৃষ্টিপাত নেই। নীদ-নালা ও হাওর শুকিয়ে গেছে, কোথাও নেই পানি। গত বুধবার (১৫ মার্চ) সামান্য বৃষ্টি হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে পানির অভাবে বোরো ধানের জমি ফেটে চৌচির হয়ে আছে। পুড়ে যাচ্ছে ধানের পাতা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে অনলাইন প্রেসক্লাবের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ইং উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বরণ করা হয় ২৬ মার্চ সকালে।

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত
মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় শহরের শাহ্ মোস্তফা সড়কের পাশে গণকবরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ, জেলা পুলিশ, মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা ইউনিট সহ অন্যন্যরা।
আরও দেখুনঃ

১ thought on “নাচের আসর ‘থাবল চোংবা’ | সারা সপ্তাহের খবর”