পর্যটনের শহর মৌলভীবাজারে ম্যারাথনের উচ্ছ্বাস

মৌলভীবাজারে ম্যারাথনের উচ্ছ্বাস – পর্যটন শহর মৌলভীবাজারকে বিশ্বের কাছে তুলে ধরতে ও তরুণদের সুস্থ জীবন গড়ার প্রত্যয়ে আয়োজিত হয়েছে বেঙ্গল কনভেনশন হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেয়- দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৮০০ দৌড়বিদ। শীতের সকালে এ ম্যারাথনকে ঘিরে সব শ্রেণির মানুষদের উচ্ছ্বাস দেখা যায়।

 

পর্যটনের শহর মৌলভীবাজারে ম্যারাথনের উচ্ছ্বাস

 

শুক্রবার (১০ জানুয়ারি) দু‘টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শ্রীমঙ্গল রোডস্থ বেঙ্গল কনভেনশন হলের সামনে থেকে বের হয়ে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

 ২১ কিলোমিটার ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সী ৬০০ নারী-পুরুষ। ভোর সাড়ে ছয়টায়- বেঙ্গল কনভেন হল থেকে শুরু করে শাহ্ মোস্তফা সড়ক, ইকোপার্ক, কালেঙ্গা সড়ক, দেওরাছড়া ও প্রেমনগর চা-বাগানের জারুল তলা ঘুরে তারা মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে এসে তাদের দৌড় শেষ করেন।
 
অন্যদিকে ১০ কিলোমিটার ক্যাটাগরিতে একই সময় একই স্থান থেকে শুরু হয়ে, কালেঙ্গা বাজারের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে এম সাইফুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এ ক্যাটগরিতে অংশ নেয় ২০০ নারী-পুরুষ দৌড়বিদ। পরে দুটি ক্যাটাগরির প্রতিযোগিদের মধ্যে মোট ২০ জনকে পুরষ্কৃত করা হয়।
ম্যারাথনে অংশ নিতে ঢাকা বসুন্ধরা থেকে আসা মিলির সাথে এ প্রতিবেদকের কথা হয়। তিনি জানালেন, ঢাকায় নিয়মিত তিনি দৌড়ান। এখানে এসে পাহাড়ি পথে দৌড়ানো নিয়ে একটু শঙ্কায় ছিলেন। তবে ভালোভাবেই তিনি ১০ কিলোমিটার দৌড় শেষ করতে পেরেছেন।
 
মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত দৌড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।  অপরদিকে ঢাকা থেকে আসা পঁচাত্তর বছর বয়সী খবির উদ্দিন খান ২১ কিলোমিটার দৌড়ে অংশ নিয়ে গর্বের সঙ্গে উচ্চারণ করলেন, ‘মারির উপর ঔষম নাই-দৌড়ের উপরে ব্যায়াম নাই।’
 
এভাবে একাধিক তরুণ দৌড়বিদও তাদের নানা মাত্রিক অভিজ্ঞতার কথা জানান। বেশ উচ্ছ্বসিতও দেখা যায় তাদের। মৌলভীবাজার রানার্স ক্লাব ও সাইক্লিনিং কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্টিত হয় বেঙ্গল কনভেনশন হাফ-ম্যারাথন প্রতিযোগিতা।
 
আয়োজকরা জানায়, পর্যটন জেলা হিসাবে এবারে থিম ছিল, হাইল হাওড়ের বাইক্কা বিল। আর এ ম্যারাথনকে ঘিরে জেলা শহরের তরুণ-তরুণী ছাড়াও অন্য জেলার উপস্থিত লোকজনের মধ্যে অন্যরকম এক উৎসব আমেজের সৃষ্টি হয়েছিল। ম্যারাথনে অংশ নিতে পারায় বিভিন্ন স্থান থেকে আসা অনেক দৌড়বিদও বেশ খুশি। দর্শনার্থীরাও- এ আয়োজনকে সমর্থন জানিয়ে প্রতিবছর এ রকম আয়োজনের প্রত্যাশা করেন।
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন
বেঙ্গল কনভেনশন মৌলভীবাজার হাফ-ম্যারাথন প্রতিযোগিতার ব্যবস্থাপনা পরিচালক ডা. সঞ্জীব মীতৈ জানান, ভবিষ্যতে আরো সুন্দর বর্ধিত আকারে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজনের চেষ্টা থাকবে তাদের।
জেলা ক্রীড়া অফিসার মো. মাজহারুল মজিদ মৌলভীবাজার রানার্স ক্লাব ও সাইক্লিনিং কমিউনিটির যৌথ আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে জেলা ক্রীড়া সংস্থা সব ধরনের সহযোগিতা করে যাবে।

Leave a Comment