মৌলভীবাজার জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

আমাদের আজকের আলোচনার বিষয় মৌলভীবাজার জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ।

মৌলভীবাজার জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ:-

 

মৌলভীবাজার জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

 

ক্র: নং  নাম সময়
শাকির উদ্দিন আহমদ ২২/০২/১৯৮৪থেকে১৪/০৮/১৯৮৬
মোঃ রেজওয়ানউল হক ১৪/০৮/১৯৮৬থেকে০২/০৭/১৯৯০
যতীন্দ্র প্রসাদ তনচংগ্যা ০৭/০৭/১৯৯০থেকে০৪/০৬/১৯৯১
মোঃ আরিফ হোসেন ০৪/০৬/১৯৯১থেকে০৪/০৩/১৯৯৪
মোঃ আরিফ হোসেন ০৪/০৩/১৯৯৪থেকে২০/০৩/১৯৯৪
মোঃ আবু সাঈদ ২০/০৩/১৯৯৪থেকে২১/১১/১৯৯৫
মোঃ আবদুল মতিন ২১/১২/১৯৯৫থেকে২৪/০৪/১৯৯৬
মোঃগোলাম সাফেক মিয়া ২৪/০৪/১৯৯৬থেকে১২/১০/১৯৯৬
জি.কে.এম. নুরুল আমিন ১২/১০/১৯৯৬থেকে২৯/০৩/২০০১
১০ দেবাশীষ নাগ ২৯/০৩/২০০১থেকে৩১/০৭/২০০১
১১ মোঃ মোখলেসউর রহমান ৩১/০৭/২০০১থেকে০৭/০৭/২০০৪
১২ মোঃ ইউনুসুর রহমান ২৬/০৭/২০০৪থেকে১৯/১০/২০০৬
১৩ আ.স.ম সালেহ আহমেদ ১৯/১০/২০০৬থেকে১৯/১১/২০০৬
১৪ মোঃ আশরাফ শামীম ১৯/১০/২০০৬থেকে১৫/০৫/২০০৭
১৫ মুহাঃ আলকামা সিদ্দিকী ১৫/০৫/২০০৭থেকে০১/০৯/২০০৮
১৬ মো: মফিজুল ইসলাম ০১/০৯/২০০৮থেকে০৩/০৫/২০১০
১৭ মোঃ মোস্তাফিজুর রহমান ০৩/০৫/২০১০থেকে২৬/১২/২০১২
১৮ মোঃ কামরুল হাসান ২৬/১২/২০১২ থেকে ১৮/০৯/২০১৬
১৯ মোঃ তোফায়েল ইসলাম ১৮/০৯/২০১৬ থেকে ২৭/০৬/২০১৯
২০
নাজিয়া শিরিন
২৭/০৬/২০১৯ থেকে ০৫/০৭/২০২০
২১
মীর নাহিদ আহসান
০৫/০৭/২০২০ থেকে ০৩/০৪/২০২৩

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শাহ মোস্তফা-এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি।

কীর্তিমান ব্যক্তিত্ব : হয়রত শাহ মোস্তফা (র:), মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ, মুক্তিযুদ্ধের বীর সেনানী হামিদুর রহমান,কবি মুজাফফর খান, সৈয়দ মুজতবা আলী, প্রাক্তন প্রাদেশিক ও জাতীয় পরিষদ সদস্য, খ্যাতিমান রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলী,পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্যমোহাম্মদ মুহিবুর রহমান , জাতীয় পরিষদ সিলেটের প্রথম মহিলা সদস্য বেগম সিরাজুন্নেসা চৌধুরী, সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, গবেষক ড. রঙ্গলাল সেন প্রমুখ।

মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধে মৌলভীবাজার ছিল ৪ নং সেক্টরের অধীন। সেক্টর কমান্ডার ছিলেন সি.আর.দত্ত। মৌলভীবাজার সদরের ঘরোয়া গ্রামের হত্যাকাণ্ড, নড়িয়া গ্রামের গণহত্যা, রাজনগর পাঁচগাঁও এর গণহত্যা, বড়লেখা ও কুলাউড়ার বধ্যভূমিতে নারকীয় হত্যাযজ্ঞ আজও মানুষকে কাঁদায়। ৮ ডিসেম্বর মৌলভীবাজার শত্রুমুক্ত হয়।

 

মৌলভীবাজার জেলা পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

 

আরও পড়ূনঃ

Leave a Comment