শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ভাগাড় অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন,মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে থেকে ময়লার ভাগাড়- অপসারণের দাবিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ডাকে টানা তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন চলছে। আজ বৃহস্পতিবার সকালে কলেজের সব ক্লাস বর্জন করে কলেজের ভেতরেই অবস্থান করছেন শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাস ও বিভিন্ন শ্রেণিকক্ষের সামনে ক্লাস বন্ধের পোস্টার লাগিয়ে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ভাগাড় অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন
আজ সকালে ওই কলেজের ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, কলেজের প্রতিটি শ্রেণিকক্ষের সামনে ‘কলেজের সামনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হলো’ লেখা–সংবলিত পোস্টার লাগাচ্ছেন শিক্ষার্থীরা। কলেজের প্রবেশদ্বার, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে এই পোস্টার। এ ছাড়া শিক্ষার্থীরা হাতে মাইক নিয়ে তাঁদের দাবিগুলো জানাচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থী সাহেদ আহমেদ বলেন, ‘আজ টানা তিন দিন ধরে আমরা কলেজের সামনে থেকে ময়লার ভাগাড়- অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলন করছি। এর আগেও একদিন ক্লাস বর্জন করা হয়েছে। আমাদের কর্মসূচিতে এখন অবধি কলেজের বাইরের কেউ এসে আমাদের কোনো আশ্বাস দেয়নি। আমরা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কত কষ্ট করে ময়লার দুর্গন্ধ সহ্য করে ক্লাস করছি, কলেজে আসা–যাওয়া করছি—সেটা কেউ বুঝল না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে যাব না।’


1 thought on “শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে ভাগাড় অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন”