বিয়েতে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ আসামি গ্রেফতার ,মৌলভীবাজার জেলার রাজনগরে বিয়েতে রাজি না হওয়ায় এক তরুণীর মুখে এসিড নিক্ষেপ করেছে লাল চান বাউরী (২৫) নামের এক যুবক। ঘটনায় লাল চান বাউরীকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।

বিয়েতে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ আসামি গ্রেফতার
রোববার (১৪ মে) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার উত্তরভাগ- ইউনিয়নের চান্দভাগ চা বাগানে এ ঘটনা ঘটে। পরেসোমবার (১৫ মে) বিকেলে চান্দভাগ চা বাগানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।অভিযুক্ত লাল চান বাউরী (২৫) উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানের মৃত অনিল বাউরীর ছেলে। এ ঘটনায় ওই তরুণীর ভাই রতন কুমার বাউরী বাদী হয়ে লালচান বাউরীকে অভিযুক্ত করে রাজনগর থানায় একটি মামলা দায়ের

করেছেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, চান্দভাগ চা বাগানের লাল চান বাউরী একই চা বাগানের ভাগ্যরাণী বাউড়িকে (১৮) পছন্দ করতো এবং রাস্তাঘাটে উত্যক্ত করত। কিছুদিন আগে লাল চান বাউরী ভিকটিমের পরিবারেকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এই বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় লাল চান বাউরী মেয়েটির উপর ক্ষিপ্ত ছিল।

আরও পড়ুন:

১ thought on “বিয়েতে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ আসামি গ্রেফতার”